বাস ধোয়ার সময় চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো হেলপারের
ফাইল ছবি
সাতক্ষীরায় ঈগল পরিবহনের একটি বাস ধোয়ার সময় ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে তানভির হোসেন নামের (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই বাসের হেলপার ছিলেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে ঈগল পরিবহন কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভির হোসেন খুলনার সোনাডাঙা থানার হাফিজনগর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
ঈগল পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো -ব-১৪-৩০৩৫) বাসটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন হেলপার তানভির হোসেন। ঘটনার সময় তিনি পেছনের চাকা পরিষ্কার করছিলেন। এসময় চালক রতন সানা গাড়ি নিউট্রাল করতে পেছনের দিকে চালান। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তানভির।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক অহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম