ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না তৌফিকের
যশোরের কেশবপুরে বাসের ধাক্কায় তৌফিক হাসান সোহেল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে চুকনগর-খুলনা মহাসড়কের চুকনগর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তিনি কেশবপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুসের ভাই।
সাংবাদিক রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন, তৌফিক হাসান খুলনা থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। চুকনগর বটতলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে তিনি নিহত হন। মরদেহ খুলনার ডুমুরিয়া থানা পুলিশের কাছ থেকে আমরা বাসায় এনেছি। মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক গোরস্তান কেশবপুর পৌর এলাকার ভোগতি নরেন্দ্রপুরে মরদেহ দাফন করা হবে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, বিষয়টি ডুমুরিয়া থানার অধীনে। আমাদের এ ব্যাপারে কিছুই জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মিলন রহমান/এফএ/জেআইএম