গভীর রাতে ইসলামপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুর্বৃত্তদের হানা
ভাঙচুরের পর এলোমেলো জামালপুরের ইসলামপুর সাব রেজিস্ট্রার কার্যালয়। ছবি-জাগো নিউজ
জামালপুরের ইসলামপুরে সাব রেজিস্ট্রার কার্যালয়ের এজলাস কক্ষ, নকল অফিস কক্ষ, খাস কামরার আলমারি ও লকারের তালা ভাঙচুর এবং দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনগত গভীররাতে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা সাব রেজিস্ট্রার আয়শা সিদ্দীকা এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও সাব রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে সাব রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান দরজার গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা এজলাস কক্ষের দরজার তালা ভেঙে এজলাস অফিস কক্ষ, খাস কামরার সাতটি আলমারি ও টেবিলের ১০টি লকারের তালা ভেঙে ফেলে। এসময় গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছও করেছে তারা।
তাৎক্ষণিকভাবে ভাঙচুরের কারণ জানা যায়নি। এমনকি কী কী চুরি হয়েছে তাও জানা যায়নি।

এ বিষয়ে উপজেলা সাব রেজিস্ট্রার আয়শা সিদ্দীকা বলেন, সব কিছু গোছানোর পর জানা যাবে কোন কোন দলিল চুরি হয়েছে। তবে তার অফিস কক্ষের একটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, নৈশপ্রহরী থাকার পরও কীভাবে চুরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। তবে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতবছরের ১৫ মার্চ দিনগত রাতে সদর উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ধরনের ঘটনা ঘটে-। ওইদিন সাব রেজিস্ট্রার কার্যালয়, এজলাস কক্ষ, রেকর্ডরুম ও খাস কামরায় প্রবেশ করে আলমিরা ও লকারের তালা ভেঙে দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছ করে দুর্বৃত্তরা।
মো. নাসিম উদ্দিন/এসআর/জিকেএস