সাব রেজিস্ট্রার অফিসে দুর্বৃত্তদের হানা, দলিল ও নথিপত্র তছনছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৬ মার্চ ২০২১

জামালপুরে জানালার গ্রিল কেটে সাব রেজিস্ট্রার অফিস, এজলাস কক্ষ, রেকর্ডরুম ও খাস কামরায় প্রবেশ করে আলমিরা ও লাকারের তালা ভেঙে দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ মার্চ) দিনগত রাতে সদর উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার মো. মাহবুব হোসেন বলেন, জেলা রেজিস্ট্রার অফিসের দোতলা ভবনের নিচতলায় সদর সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চলে। রাতে সাব রেজিস্ট্রারের এজলাসের পেছনের জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে এজলাস, অফিস কক্ষ ও খাস কামরার ৩০ আলমিরা ও লাকারের তালা ভেঙে ফেলে। এসময় তারা গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করে। রেকর্ডরুমেরও তালা ভেঙে অনেক রেকর্ড তছনছ করেছে দুর্বৃত্তরা। তবে কোনোকিছু খোয়া গেছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

Jamalpur

মো. মাহবুব হোসেন ইসলামপুর উপজেলা সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করলেও সপ্তাহে মঙ্গলবার ও বুধবার জামালপুর সদর সাব রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, রাতে রুহুল আমিন নামে একজন নৈশ প্রহরী ভবনের বাইরে দায়িত্ব পালন করে, তিনি গতরাতে দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছেন। তিনি আদৌ ছিল কিনা তা জানিনা। পুলিশ নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করছে।’

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।