গাবতলীতে সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু
বগুড়ার গাবতলীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা মারা গেছেন।
বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গাবতলী পৌর এলাকার নারুয়ামালা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আশরাফুল হক সুখানপুকুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আশরাফুল হক বিকেল ৩টার সময় মোটরসাইকেল নিয়ে প্রচারণায় বেরিয়ে নারুয়ামালা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিযাউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় মারা যান।
এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে