ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতারণায় ১০ লাখ টাকার মালামাল লুট, কারাগারে ২

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২২

বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকার মালামাল লুটে নেওয়ার অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইসপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে কাউছার আলী (২৬) ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হাজরাহাটি গ্রামের কামাল হোসেনের ছেলে শাহীন আলম (২৫)।

মামলা সূত্রে জানা যায়, ঢাকা উত্তরার দক্ষিণখানে কনক্রিট সোর্সিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা রোকনুজ্জামানের সঙ্গে ব্যবসায়িক চুক্তিবদ্ধ হন প্রতারক কাওছার ও শাহীন। একইসঙ্গে ১০ লাখ টাকার মালামাল নেওয়ার জন্য অর্ডার দেন তারা। এজন্য নয় লাখ টাকার একটি চেক দেন।

পরবর্তীতে তাদের দেওয়া অর্ডারের মালামাল নিয়ে কোম্পানির কর্মকর্তা রোকনুজ্জামান শেরপুরে আসেন। এরপর প্রতারক চক্রের ওই দুই সদস্য মালামালগুলো বুঝে নিয়ে অর্ধেক ধুনটের হুকুম আলী এলাকা এবং বাকিগুলো শেরপুর শহরের কলেজরোড এলাকার গোডাউনে নিয়ে যান। মালামাল নামানোর পর প্রতিষ্ঠানের ওই কর্মকর্তা ব্যাংকে গিয়ে জানতে পারেন চেকে কোনো টাকা নেই।

টাকা পরিশোধের জন্য বললে তার দুজন তালবাহানা শুরু করেন। এমনকি কোম্পানির কর্মকর্তা রোকনুজ্জামানকে প্রাণনাশের পরিকল্পনা নেন। বিষয়টি বুঝতে পেরে কোম্পানির ওই কর্মকর্তা কৌশলে সটকে পড়েন এবং থানা পুলিশের কাছে আশ্রয় নেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যসহ লুটে নেওয়া মালামালগুলো উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ প্রতারক চক্রটিকে ধরতে অভিযানে নামে। এক পর্যায়ে চক্রটির ওই দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সঙ্গে প্রতারণার মাধ্যমে লুটে নেওয়া ৬ হাজার লিটার সয়াবিন তেল, ৫০ হাজার লিটার সরিষার তেল ও ১০০ কার্টন প্যাকেট কয়েল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। শনিবার বিকেলে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এসজে/জেআইএম