ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে সেই পাহাড়ে স্থানীয় প্রশাসনের অভিযান

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৯:২৯ এএম, ৩০ জানুয়ারি ২০২২

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পাহাড় কাটার ঘটনায় অবশেষে মামলা ও জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। শনিবার বিকেলে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমীন জেলা শহরের রাঙাপানি সাধনাপুর এলাকার লুম্বিনী পাড়ায় পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন।

দণ্ডিতরা হলেন- মোহন চান দেওয়ান ও রনেল দেওয়ান। মোহন চান দেওয়ানকে ৫০ হাজার টাকা ও রনেল দেওয়ানকে ২০ হাজার টাকা জরিমানাসহ দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি সদর ইউএনও নাজমা বিনতে আমীন বলেন, লুম্বিনী পাড়ায় পাহাড় কাটার কথা জেনে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত মোহন চান দেওয়ানকে ৫০ হাজার ও রনেল দেওয়ানকে ২০ হাজার টাকা জরিমানাসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সেখানে সতর্কতামূলক পোস্টার টাঙানো হয়েছে।

ইউএনও বলেন, আমরা অভিযুক্ত আরেকজনের কথা জেনেছি। তাকে এবার পাওয়া যায়নি। সামনে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাহাড় কাটা ও পরিবেশ বিধ্বংসী কাজে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে শনিবার জেলা শহরের রাঙাপানি সাধনাপুর এলাকার লুম্বিনী পাড়ায় পাহাড় কাটার ঘটনায় ‘পাহাড়ের শরীরজুড়ে কেবল আঘাতের চিহ্ন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় জাগো নিউজে। এর পরই বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের।

শংকর হোড়/এফএ/এমএস