শার্শায় বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মী আটক
যশোরের শার্শা উপজেলায় বিএনপি-জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
আটকরা হলেন, শার্শার নাভারণ কাজিরবেড় গ্রামের নূর মোহাম্মদের ছেলে জামায়াত নেতা মোজাম্মেল হক (৪০), চটকাপোতা গ্রামের আব্দুল ওয়াহের ছেলে বিএনপি কর্মী জাফর আলী (৩০) ও হামিস উদ্দিনের ছেলে বিএনপি নেতা সাইদুর রহমান (২৯)।
শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, নাশকতার আশঙ্কায় ওই তিনজনকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। পরে পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
জামাল হোসেন/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ