ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলের পাঁচ নারী পেলেন জয়িতা পুরস্কার

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৫:০২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২

২০২১ সালের ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের পাঁচ নারী। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচ জয়িতাকে ক্রেস্ট, সনদ প্রদান করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মেহেরুন্নেছা মনি, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মমতাজ সুলতানা, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডা. মিরুফা তাজনীন, সফল জননী সাহেরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী জান্নাতুল ফেরদৌস শান্তা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লুৎফা আক্তার।

করোনা মহামারির কারণে ২০২১ সালের শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার দেওয়া হয়নি। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগী কমিশনার খলিলুর রহমান ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস