ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিরক্ত করায় বেঁধে রাখা হলো বিরল প্রজাতির উল্টোলেজি বানর

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৮:১৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল এলাকা থেকে বিরল প্রজাতির একটি উল্টোলেজি বানর উদ্ধার হয়েছে। বানরটিকে লোহার শিকলে আটকে রাখা হয়। ছাদে খোলা স্থানে রাখার কারণে বানরটি ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে মঙ্গলবার (১ ফেব্রয়ারি) রাত ৮টায় শ্রীমঙ্গল বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বানরটিকে উদ্ধার করে কমলগঞ্জ জাতীয় উদ্যান লাউয়াছড়ার পাশের জামকি ছড়া রেছকিউ সেন্টারে সেবা দেয়।

বাইক্কা বিলের নিরাপত্তারক্ষী খোয়াব মিয়া জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে ঘুরতে আসা পর্যটকদের বিরক্ত করছিল বানরটি। সোমবার থেকে বাইক্কা বিলের পর্যটন টাওয়ারের ছাদে বানরটি বেঁধে রাখা হয়েছিল। বনবিভাগের ফোন নম্বর না থাকায় খবর দেওয়া যায়নি।

বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ছবি দেখে জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, এর নাম উল্টোলেজি বানর। স্থানীয়ভাবে এটি কেশরওয়ালা সিংহ বানর, কুলু বানর, উলুবান্দর, ছোটলেজি বানর প্রভৃতি নামে পরিচিত।

তিনি আরো বলেন, উল্টোলেজি বানর বাংলাদেশে দুর্লভ ও বিশ্বে সংকটাপন্ন। এটি সারকোপিথেসিডি পরিবারের প্রাণী। এর ইংরেজি নাম নর্দান পিগ টেইলড ম্যাকাক(Northern pig-tailed macaque), বৈজ্ঞানিক নাম ম্যাকাকা লিওনিনা(Macaca leonine)।

বানরটির দৈর্ঘ্য ৪০ থেকে ৬০ সেন্টিমিটার, লেজ ১৮ থেকে ২৫ সেন্টিমিটার, ওজন ৪.৫ থেকে ১২ কেজি। শুকরের মত এর ছোট লেজটি উপরের দিকে উল্টানো। এ জাতীয় বানরের দলনেতার মাথায় সিংহের মতো কেশর থাকে। এরা দিবাচর, বৃক্ষবাসী ও ভূমিচারী প্রাণী। ফল লতাপাতা কীটপতঙ্গ, কাঁকড়া ও পাখির বাচ্চা খায়। এদের প্রজনন সময় মার্চ থেকে জুন পর্যন্ত। ১৬২ থেকে ১৮৬ দিন গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করে। সাধারণত তারা ১০ থেকে ১২ বছর বেঁচে থাকে।

শ্রীমঙ্গল বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, শৈতপ্রবাহের ঠান্ডা ও রাতের বৃষ্টির কারণে বানরটি থরথরিয়ে কাঁপছিল। আমরা এটিকে অসুস্থ অবস্থায় বাইক্কাবিল থেকে উদ্ধার করে কমলগঞ্জের জামকি ছড়া বন্যপ্রাণি সেবা কেন্দ্রে চিকিৎসা দিয়েছি। সুস্থ হয়ে গেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্তা করা হবে।

আব্দুল আজিজ/এফএ/জেআইএম