রাঙ্গামাটির দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত
ফাইল ছবি
পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন স্থগিত করা দুই ইউনিয়ন হচ্ছে মৈদুং ইউনিয়ন ও দুমদুম্যা ইউনিয়ন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় নির্বাচন স্থগিত করার বিষয়টি জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান।
তিনি বলেন, জাতীয় নির্বাচন কমিশন থেকে পাঠানো একটা চিঠিতে জুরাছড়ি উপজেলার দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে সে বিষয়টি আমি নিশ্চিত নই। অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি রাঙ্গামাটির তিন উপজেলার ১৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শংকর হোড়/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান