ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু
টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান।
এরা হলেন, সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫)।
লাশের জিম্মাদার আদম আলী জানান, বৃহস্পতিবার রাতে ওই তিন মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সন্ধ্যায় ফরিদ উদ্দিন রাত ১১টার দিকে নূর ইসলাম ও রাত পৌনে ১ টার দিকে এবং জয়নাল আবেদীন হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যান।
ইজতেমা ময়দানে জানাজার পর শুক্রবার সকালে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমিনুল ইসলাম/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী আটকা, ৪ ঘণ্টা পর রওনা
- ২ সীতাকুণ্ডে আগুনে পুড়লো ১২ দোকান, কোটি টাকার ক্ষতি
- ৩ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ৪ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৫ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ