গরুর শরীরে পোস্টার ঝুলিয়ে ভোট প্রার্থনা, জিতলে জবাই
পোস্টার ঝোলানো গরুর পেছনে দাঁড়িয়ে মেম্বার প্রার্থী হায়দার আলী
সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন হায়দার আলী নামে এক মেম্বার প্রার্থী। গরুর শরীরে পোস্টার ঝুলিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। এছাড়া ভোটে জিতলেই গরুসহ একটি ছাগল জবাই করে এলাকাবাসীকে খাওয়ানোর কথাও জানান তিনি। তবে এধরনের প্রচারণা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ করেছেন আরেক মেম্বার প্রার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মাধাইনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে পাঁচজন প্রার্থী নির্বাচন করছেন। এদের মধ্যে হায়দার আলী ফ্যান মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের মতো এবার জয় পেতে একটি ষাঁড় গরুর শরীরে পোস্টার ঝুলিয়ে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন তিনি। একই সঙ্গে জয় পেলে ওই গরুসহ একটি ছাগল জবাই করে খাওয়ানোর কথাও জানান তিনি।
এ নিয়ে আব্দুল জলিল নামে আরেক মেম্বার প্রার্থী অভিযোগ করে বলেন, সাধারণ ভোটারদের এভাবে লোভ-লালসা দেখিয়ে ভোট টানার চেষ্টা করছে। এলাকার উন্নয়ন যিনি করবেন ভোটাররা তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন। তবে এটা আচরণবিধি লঙ্ঘন। আমি নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করবো।
এ বিষয়ে জানতে চাইলে মেম্বার প্রার্থী হায়দার আলী বলেন, আমি একজন শৌখিন লোক। গ্রামের মানুষদের খুব ভালোবাসি। এলাকার লোক গতবার আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছে। এবারও আমাকে তারা ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাই আমি এই গরু ও একটি ছাগল জবাই দেওয়ার কথা জানিয়েছি। শুধু গ্রামে নয়, ফেসবুকেও পোস্ট দিয়েছি।
এ প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন একটা ভুল হয়ে গেছে। আপনাদের কিছু লেখালেখির দরকার নেই। দুদিন পরই নির্বাচন। আপনারা জানেন তো নির্বাচন করতে খরচ বেশি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জাগো নিউজকে বলেন, ভোটারদের লোভ দেখিয়ে প্রচার প্রচারণা চালানোর বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ওই প্রার্থীর বিরুদ্ধের ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ২ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৩ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৪ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৫ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭