ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে সকালে কিশোর, বিকেলে শ্রমিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২

নীলফামারীর ডিমলা ও কিশোরগঞ্জে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ও বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এদের মধ্যে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে মোর্শেদ মারুফ (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করে। অন্যদিকে বালুবাহী ট্রাক্টর মেরামতের সময় রবিউল ইসলাম (২৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

সকালে ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার নিজ বাড়ি থেকে মোর্শেদ মারুফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোর্শেদ শুটিবাড়ী বাজারের কাপড় ব্যবসায়ী শাহ আলমের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবার কাছে বায়না ধরেছিল কিশোর মোর্শেদ। কিন্তু বাবা কিনে দেননি। এতে বাবার ওপর অভিমান করে মোর্শেদ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় নিজ ঘরে গলায় মাফলার পেঁচিয়ে আড়ায় ঝুলে আত্মহত্যা করে সে। সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে কিশোরগঞ্জে মেরামতের সময় বালুবাহী ট্রাক্টর উল্টে নিহত হন রবিউল ইসলাম। বিকেলে কিশোরগঞ্জের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল জলঢাকা উপজেলার দক্ষিণ কাঠালি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসআর/জেআইএম