ফেসবুকের কল্যাণে কোরআন শরিফ পেল ৪০ মাদরাসাছাত্র
মাদরাসা প্রধানদের হাতে পবিত্র কোরআনগুলো তুলে দেওয়া হয়
সিরাজগঞ্জ সদর উপজেলার দুই মাদরাসায় ৪০টি পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট দিয়ে অর্থ সংগ্রহ করে কোরআনগুলো কিনে দেওয়া হয়।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরহরিপুর কবরস্থান এতিমখানা হাফিজিয়া ও বাগবাটি হাট নুরুন আলা-নূর হাফিজিয়া কওমি মাদরাসায় কোরআন বিতরণ করা হয়।
মানবসেবাকর্মী আলমগীর হোসেন বলেন, ওই দুই মাদরাসায় অসহায় ও এতিম ছাত্রদের কোরআন প্রয়োজন ছিল। পরে বিস্তারিত লিখে ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেই। পোস্টে যথেষ্ট সাড়া পাই। ওই অর্থ দিয়ে এতিম ছাত্রদের জন্য ৪০টি পবিত্র কোরআন কিনে দেওয়া হয়েছে।

চরহরিপুর কবরস্থান এতিমখানা হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ইসমাইল হোসেন ও বাগবাটি হাট নুরুন আলা-নূর হাফিজিয়া কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আসাদুল্লাহ শেখ বলেন, আমাদের মাদরাসায় অনেকদিন ধরে এতিম ছাত্রদের কোরআন প্রয়োজন ছিল। একথা শুনে আলমগীর হোসেন এগিয়ে আসেন। আজ সন্ধ্যায় তারা আমাদের হাতে পবিত্র কোরআন তুলে দেন।
এসময় মানব সেবাই-স্বপ্ন গ্রুপের অ্যাডমিন মো. শামিম রেজা, মানবসেবাকর্মী ইসমাইল হোসেন, আব্দুল আলিম, আব্দুল মমিন ও মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ২ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৩ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৪ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৫ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭