হেরে গেলেন সেই মেম্বার প্রার্থী, জবাই হলো না গরু-ছাগল
পোস্টার ঝোলানো গরুর পেছনে দাঁড়িয়ে মেম্বার প্রার্থী হায়দার আলী
ইউপি নির্বাচনে জয়ী হলে গরু ও ছাগল জবাই করে গ্রামবাসীকে ভূরিভোজ করানোর কথা জানিয়েছিলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মেম্বার প্রার্থী হায়দার আলী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও গরু-ছাগলের ছবি পোস্ট করে ভাইরাল হন তিনি। কিন্তু ভোটে হেরে যাওয়ায় গরু-ছাগল জবাই করে খাওয়ালেন না এ মেম্বার প্রার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হয়েছিলেন পাঁচজন। এদের মধ্যে হায়দার আলী ফ্যান মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি গরুর পিঠে পোস্টার ঝুলিয়ে নির্বাচনী প্রচারণা চালান। একই সঙ্গে ভোটে জিতলে গ্রামবাসীকে গরু ও ছাগল জবাই করে ভূরিভোজ করাবেন বলে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি এ নিয়ে পোস্ট দেন।
বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিন্তু নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে ১১১ ভোটে হেরে যান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল জলিল ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। ফলে নির্বাচনে হেরে গ্রামবাসীকে আর ভূরিভোজ করানো হলো না হায়দার আলীর।
পরাজিত মেম্বার প্রার্থী হায়দার আলী বলেন, ‘গ্রামবাসী আমাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই আমিও নির্বাচনে জিতলে তাদের গরু ও ছাগল ভূরিভোজের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু গ্রামবাসী আমাকে যথেষ্ট ভোট দেননি। তাই ভোটে হেরে যাওয়ায় আমি গরু-ছাগল আর খাওয়াইনি।
নবনির্বাচিত মেম্বার প্রার্থী আব্দুল জলিল বলেন, জয়-পরাজয় আল্লাহর কাছে। গরু ও ছাগলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। জনগণ এর জবাব ব্যালটের মাধ্যমে দিয়েছে।
এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ২ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৩ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৪ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৫ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭