দলীয় পদ হারালেন সিরাজগঞ্জ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক
যুবলীগ নেতা একরামুল হক
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাশেদ ইউসুফ জুয়েল বলেন, দুপুরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি পেয়েছি। সেখানে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক একরামুল হককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার (৭ জানুয়ারি) একই অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এইচ এম অলমগীর কবির/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ২ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৩ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৪ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৫ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭