ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে যুবলীগের সিরাজগঞ্জ জেলা শাখা বিলুপ্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বুধবার (৯ ফেব্রুয়ারী) দলীয় শৃংখলা ভঙের অভিযোগে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

এএইচ/এএসএম