ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:২১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২

সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকের চাপায় গোবিন্দ রায় (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আমিরুল গাজীকে আটক করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার হলদেপোতা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোবিন্দ রায় পূর্ব কাটাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে ও খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। আটক চালক আমিরুল ইসলাম সদর উপজেলার পারকুকরালি গ্রামের নজরুল গাজীর ছেলে।

নিহতের ভাই সঞ্জয় রায় বলেন, সকালে হলদে পোতা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন গোবিন্দ রায়। সঙ্গে সঙ্গে ট্রাকচালককে আটক করে স্থানীয় ইউপি সদস্যের কাছে রাখা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম