ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়ের বাড়িতে যাওয়া হলো না বাবার, মা গেলেন হাসপাতালে

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

সাতক্ষীরায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক মাসুদ সরদার (৫০) নিহত হয়েছেন।

এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী শেফালী বেগম (৪২)। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ সরদার বাগেরহাট জেলার বাসিন্দা। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বাগেরহাট থেকে মোটরসাইকেলে সাতক্ষীরার ঝাউডাঙ্গায় মেয়ের বাড়িতে আসছিলেন ওই দম্পতি। পথিমধ্যে ত্রিশ মাইল এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুদ সরদার নিহত হন। এ সময় তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক সোলাইমান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভ্যানটি আটক করা হলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি।

আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস