ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর যেন মাদকসেবনের ‘নিরাপদ জায়গা’

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নিয়মিত আসর বসাচ্ছেন মাদকসেবীরা। কমপ্লেক্স চত্বরে আলোর ব্যবস্থা ও নিরাপত্তাপ্রহরী না থাকায় তারা মাদক সেবনের সুযোগ পাচ্ছেন। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আলোর ব্যবস্থা নেই। নিরাপত্তাপ্রহরী থাকে না। পুলিশের টহলও সীমিত। এ সুযোগে মাদকসেবীরা নিশ্চিন্তে মাদক সেবন করেনে।

আরেকটি সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বসবাস করেন পরিচ্ছন্নতাকর্মীরা। তারাও মাদক সেবন করেন। এদের সঙ্গে সখ্য গড়ে তুলে অবাধে মাদক সেবন করেন মাদকসেবীরা।

স্থানীয়রা জানান, নেশার টাকা জোগাতে অনেক সময় রোগীদের মালামাল চুরি করেন মাদকসেবীরা। মাঝে মধ্যে ছিনতাইয়ের ঘটনাও ঘটে। ঝামেলা এড়াতে কেউ পুলিশের কাছে নালিশ করেন না।

স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ঘুরে দেখা গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফেনসিডিল ও অ্যালকোহলের বোতল, হেরোইন ও ইয়াবা সেবনের ফয়েল পেপার এবং গাঁজা সেবনের সরঞ্জামাদি। পথশিশুরা ওই বোতল কুড়িয়ে নিচ্ছে। আবার তাদের কেউ বোতলে পানি ভরে পান করছে।

স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর যেন মাদকসেবনের ‘নিরাপদ জায়গা’

রোগীদের স্বজনরা জানান, খাবার পানি সংগ্রহের জন্য তাদের নিচে নামতে হয় ও ওষুধ কিনতে ফার্মেসিতে যেতে হয়। এসময় মাদকসেবীরা উত্ত্যক্ত করে ও টাকা-পয়সা ছিনিয়ে নেন। নার্সরাও বাসা থেকে আসতে ও যেতে ভয় পান।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পুলিশি টহল থাকে। তারপরও রোগী দেখার ভান করে মাদকসেবনের ঘটনা ঘটতে পারে। এখন থেকে টহল আরও জোরদার করা হবে।’

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আলোর ব্যবস্থা করা হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম