চোরদের টার্গেট শুধু মসজিদ
মসজিদটি থেকে ১২টি ফ্যান, একটি মোটর ও দুটি সোলার ব্যাটারি চুরি হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় একটি মসজিদ থেকে ১২টি ফ্যান, একটি মোটর ও দুটি সোলার ব্যাটারি চুরি হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহজাদপুর জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, চোররা টার্গেট করে একের পর এক মসজিদ থেকে চুরি করছে। এতে মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর ওই ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের ছয়টি মসজিদে একযোগে চুরি সংঘটিত হয়।
স্থানীয় ইউপি মেম্বার আনিছুর রহমান বলেন, ‘মোয়াজ্জিন ফজরের সময় আজান দিতে গিয়ে দেখতে পান মসজিদের মাইকের ব্যাটারি নেই। মসজিদের ভেতরে সবকিছু এলোমেলো। পরে বাতি জ্বালাতে গেলে না জ্বললে তখন বুঝতে পারেন মসজিদে চুরি হয়েছে।’
একটি চক্র বারবার এ ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা এলাকাবাসীর।
এ বিষয়ে খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মসজিদ পরিদর্শন করেছে। চোরদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।
আহসানুর রহমান রাজীব/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে