ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লোকালয়ে গন্ধগোকুল, বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২

লোকালয় থেকে একটি বিপন্ন গন্ধগোকুল উদ্ধার করে দরিয়ানগর বনাঞ্চলে অবমুক্ত করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মীরা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিসিক এলাকা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।

পরে দুপুরের দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিংক রোড বন বিট ও চেক স্টেশন কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা গন্ধগোকুলটি মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর বনাঞ্চলে অবমুক্ত করেন।

jagonews24

এ বিষয়ে স্টেশন কর্মকর্তা মো. সোহেল হোসেন জানান, স্থানীয়দের সহযোগিতায় বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়। পরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকারের নির্দেশে সেটি দরিয়ানগর বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, প্রায় পাঁচ কেজি ওজনের গন্ধগোকুলটির উচ্চতা দুই ফুট এবং লম্বায় লেজসহ চার ফুট।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম