ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২

কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগর থেকে বস্তায় করে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রুহুল সরদার নামের ওই যুবকের বাড়ি চরসাদিপুর গ্রামে। ফিলিপনগরের পাঁচশত বিঘা মাঠে মাহাতাবের জমি খুড়ে তার মরদেহ তোলা হয়।

জমিন মালিক মাহাতাবের স্ত্রী মনোয়ারা বলেন, চাষ করতে মাঠে গিয়ে দেখি পশ্চিম পাশে কবরের মতো খুড়ে রাখা। এ খবরে মঙ্গলবার বিকেল ৪টার সময় ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল ইসলাম আন্টু ও এলাকাবাসী এবং থানা পুলিশের উপস্থিতে মাটি খুড়ে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। মরদেহের হাত-পা দড়ি দিয়ে বাধা ছিল।

নিহত রুহুলের মায়ের বরাত দিয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাবীদ হাসান বলেন, ২০ ফেব্রুয়ারি রাতে চারজন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই রুহুলের ফোন বন্ধ ছিল।

পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান অফিসার ইনচার্জ। তদন্ত করে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পুলিশ।

আল মামুন সাগর/জেডএইচ/এএসএম