ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফিরলেন সেন্টমার্টিনে আটকা পর্যটকরা

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সোমবার জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা একদিন পর মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ ফিরেছেন।

এছাড়া সতর্ক সংকেত উঠে যাওয়ায় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটক নিয়ে ৭টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়।

বিআইডব্লিউটিএর টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, রোববার বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে সোমবার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। সোমবার সন্ধ্যায় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক এবং ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলায় মঙ্গলবার থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। আটকে পড়া ও দিনের ভ্রমণকারী ফিরতি পর্যটক নিয়ে সন্ধ্যায় ফিরেছে জাহাজগুলো।

jagonews24

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক শাহ আলম বলেন, একদিন বন্ধ থাকার পর পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার কেয়ারির দুটি জাহাজে করে সাড়ে ৬শ জন পর্যটক সেন্টমার্টিন গেছেন। বিকেলে তারা টেকনাফে ফিরে আসার জন্য সেন্টমার্টিন ত্যাগ করেন। আগের দিন আটকে পড়া পর্যটকরাও মঙ্গলবার ফিরেছেন। সন্ধ্যার পর দমদমিয়া জেটিঘাটে নামেন পর্যটকরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় হাজারো পর্যটক দেশের একমাত্র প্রবালদ্বীপে আটকা পড়েন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় টেকনাফ থেকে সব জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। আটকে পড়া সকল পর্যটক মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফে ফেরেন।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম