ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টিকা নিয়ে ফেরার পথে প্রাণ গেলো স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২

মেহেরপুরের গাংনীতে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে সাকিবুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ নামক স্থানে ইজিবাইকের (ব্যাটারিচালিত যান) ধাক্কায় তার মৃত্যু হয়।

সাকিবুল ইসলাম গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের রাহাতুল ইসলামের ছেলে। সে হাড়ভাঙ্গা এইচকেএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

jagonews24

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ জানান, সহপাঠীদের সঙ্গে টিকা নিতে গাংনী পৌরসভায় যায় সাকিব। টিকা নিয়ে ইজিবাইকে বাড়ি ফেরার সময় পেছন থেকে দ্রুতগতির আরেকটি ইজিবাইক ধাক্কা দিলে গুরুতর আহত হয় সাকিব। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস