ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় আপন (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার সিপাহীপাড়া-মিরকাদিম সড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপন উপজেলার পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া এলাকার আল আমিনের ছেলে। সে স্থানীয় ভট্টাচার্যেরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

jagonews24

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সাইকেল চালাতে বের হয় আপন। সাইকেল নিয়ে সে কাঠালতলা এলাকায় সড়কে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

মুন্সিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস