অগ্নিদগ্ধ হয়ে ছেলের পর মারা গেলেন বাবাও
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকাণ্ডে সন্তানের পর এবার বাবা মকবুল মিয়াও মারা গেছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, গুরুতর আহত মকবুল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে মঙ্গলবার রাতে আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় মকবুল মিয়া, তার স্ত্রী রেখা, তাদের সন্তান জয় ও জুবায়ের আহত হয়। ওই দিন জুবায়ের মারা যান।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম