ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন আইজিপি

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২

খাগড়াছড়িতে পুলিশের নারী ব্যারাকের উদ্বোধন ও পুরুষ ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

jagonews24

একই সময়ে খাগড়াছড়ি পুলিশ লাইন্স থেকে ভার্চুয়ালি ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি, মানিকছড়ি থানা ও লক্ষীছড়ি থানা ভবনের উদ্বোধন করেন ড. বেনজীর আহমেদ।

এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

jagonews24

পরে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জিকেএস