ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহাদাতে হোসেন শাকিল (২৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন শাকিল উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামের আব্দুর গফুরের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, সকালে শাকিল বড় চারিগাঁও গ্রামে নিজেদের ধানক্ষেতে পানি দেওয়ার জন্য পানির মোটর সুইচ দিতে গেলে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম