ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চিরকুটে ম্যানেজারকে দায়ী করে গলায় ফাঁস দিলেন এনজিওকর্মী

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে ভাড়া বাসা থেকে রনদীর তালুকদার (৩৪) নামের বেসরকারি এনজিও ব্র্যাকের এক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রনদীর পাশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শমিপুর গ্রামের মৃত কৃষ্ণধন তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্র্যাকের কুমুদগঞ্জ শাখায় মাঠকর্মী হিসেবে কাজ করতেন রনদীর। প্রতিদিনের মতো কাজ শেষে বিকেলে বাসায় যান রনদীর। পরে পাশের বাসার একজন তার ঘরে এসে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় রনদীরের বিছানায় একটি চিরকুট পায় যায়। যাতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী’। তবে লেখাটি রনদীরের হাতের লেখা কী-না সেটি খতিয়ে দেখছে পুলিশ।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস