পেকুয়ায় ধর্ষণ মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
গ্রেফতার দুই আসামি
কক্সবাজারের পেকুয়ায় রেখা মণি ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
গ্রেফতাররা হলেন-চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া এলাকার মকছুদ আহমদের ছেলে ও মামলার ১ নম্বর অভিযুক্ত আবুল কাশেম (২০) এবং পেকুয়ার রাজাখালী ইউনিয়নের হাজিপাড়ার মৃত আবুল হোসনের (প্রকাশ বাদশাহ) ছেলে আলমগীর (২০)।
পেকুয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২০২১ সালের ২৭ জুলাই রাজাখালী ইউনিয়নের হাজিপাড়া এলাকার আইয়ুব আলীর মেয়ে রেখা মণিকে (১৪) অপহরণ করে ধর্ষণ করা হয়। এ ঘটনায় আত্মহত্যা করে রেখা। পরে রেখা মণির বাবা আইয়ুব আলী বাদী হয়ে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আবুল কাশেমকে প্রধান এবং সহযোগী হিসেবে আলমগীর ও রবি আলমকে আসামি করে একটি মামলা করেন।
সায়ীদ আলমগীর/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান