নোয়াখালীতে আসামি ধরতে গিয়ে পুলিশ পরিদর্শক আহত
গ্রেফতার মনির হোসেন
নোয়াখালীতে আসামি ধরতে গিয়ে হামলায় চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির আহত হয়েছেন। পরে আসামি মনির হোসেনকে (৩৬) গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তাকে ধরতে গেলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মনির হোসেন রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ককটেল ও চকলেট বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এসময় হাসপাতালে আসা লোকজন ও রোগীরা ছুটোছুটি করতে শুরু করেন। খবর পেয়ে মনিরকে ধরতে গেলে সহযোগীদের নিয়ে তিনি পরিদর্শক মো. হুমায়ুন কবিরের ওপর হামলা চালান। এতে তিনি আহত হলে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার মনির একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। নতুন করে হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা দ্রুত বিচারের মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস