পিরোজপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম
পিরোজপুর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে চাচা ভাতিজাকে আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার দুপুর ১২ টায় সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত জামিরুল মৃধা (৩৫) ও তার ভাতিজা সাজিদুল হক জয়কে (২৩) এলাকাবাসী উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
আহতদের স্বজনরা জানায়, দুপুর ১২ টায় দাউদপুর বাজারে জামিরুল ও তার ভাতিজা জয় কাঠের গোলার পাশে চায়ের দোকানে বসে থাকলে হঠাৎ বাজারের কয়েকজন সন্ত্রাসী তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত করে সন্ত্রাসীরা চলে যায়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসাপাতালে আনা হয়।
পিরোজপুর সদর হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক অনিক দেউরি বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
হাসান মামুন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি