এক ‘রাজা ইলিশ’ ২৩৮০ টাকায় বিক্রি
এক কেজি ৯০০ গ্রামের ইলিশ
দুই মাসের নিষেধাজ্ঞার আগেরদিন মেঘনা নদীতে জেলের জালে মিললো এক কেজি ৯০০ গ্রামের এক ‘রাজা ইলিশ’।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার দৌলতখান উপজেলার মদনপুরে এ ইলিশ ধরা পড়ে।
ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মো. নোয়াব জাগো নিউজকে বলেন, মদনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জেলে মো. হারুন মাঝি আজ বিকেলে মেঘনা নদীতে জাল ফেলেন। এ সময় বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে ১ কেজি ৯০০ গ্রামের একটি ইলিশ জালে ওঠে, যা স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ নামে পরিচিত। পরে মাছটি ঘাটে নিয়ে আসেন হারুন। ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. রব উদ্দিন ব্যাপারী ২ হাজার ৩৮০ টাকায় মাছটি কিনে নেন।
এ আড়তদার আরও বলেন, মাছটি বরিশাল আড়তে নিয়ে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকায় বিক্রি করতে পারবেন ওই ব্যবসায়ী।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামান হোসাইন জাগো নিউজকে বলেন, গত অভিযানগুলো সফলভাবে পরিচালনা হওয়ায় নদীতে বর্তমানে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।
জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম