ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
যশোরের উপশহর শিশু হাসপাতালের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসির উদ্দিন বাবু (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন মাগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়ার বাবর আলী মোল্যার ছেলে।
নিহত যুবকের ভগ্নিপতি ইলিয়াস হোসেন জানান, নাসির উদ্দিন উপশহর ডাচ বাংলা ব্যাংকের রকেট শাখায় চাকরি করতেন। বিকেল সোয়া ৪টার দিকে তিনি বাইসাইকেলে করে হাইকোর্ট মোড় থেকে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৯১৫৫) তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পার্কিং করা বাসের সঙ্গে ধাক্কা খেয়ে সাইকেলসহ ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে উপশহর ক্যাম্প ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক ট্রাক ও রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসটি পুলিশ হেফাজতে আছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মিলন রহমান/এসআর/এমএস