পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
ফাইল ছবি
সাতক্ষীরায় স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে। বুধবার (২ মার্চ) ভোরের দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম গোলাম মোড়ল (৪০)। তিনি নগরঘাটা গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী, স্ত্রীর প্রেমিক ও ছেলেকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন-স্ত্রী রেহেনা খাতুন (৩৫), ছেলে সাগর হোসেন (১৮) ও যশোরের বেনাপোলের বাসিন্দা গোলাম রাব্বি (৩০)।
পুলিশ জানায়, ভোরের দিকে রেহেনা খাতুন ঘোষণা দেন তার স্বামী স্ট্রোক করে মারা গেছেন। পরে স্থানীয়রা এসে দেখেন মরদেহের গলায় ফাঁস লাগানো চিহ্ন রয়েছে। এ চিহ্ন দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রেহেনা খাতুনের সঙ্গে বেনাপোলের বাসিন্দা ও আত্মীয় গোলাম রাব্বির পরকীয়া সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন আছে। মঙ্গলবার (১ মার্চ) রাতে তিনি বেড়াতে আসেন। সকালে রেহেনা খাতুন জানান তার স্বামী মারা গেছেন।
স্থানীয়দের ধারণা, স্ত্রীর পরকীয়ার জেরে খুন হয়েছেন গোলাম মোড়ল।
এ ব্ষিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আহসানুর রহমান রাজীব/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে