ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পানিতে মুখ দেওয়ায় ১৫ কুকুর-বিড়ালের প্রাণ নিলেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০২ মার্চ ২০২২

পানির পাত্রে মুখ দেওয়ায় বিষ প্রয়োগে ১৫টি কুকুর-বিড়াল হত্যার অভিযোগ উঠেছে আব্বাস আলী নামে এক কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার সোনাতনপুর গ্রামে তিনদিন ধরে মারা যায় প্রাণীগুলো। সর্বশেষ মঙ্গলবার (১ মার্চ) রাতে মারা যায় একটি কুকুর। অভিযুক্ত আব্বাস সোনাতনপুর গ্রামের মৃত মকছের আলীর ছেলে।

সোনাতন গ্রামের বাসিন্দা শাহীন আলী জানান, গত কয়েকদিন আগে আব্বাস আলীর বাড়িতে থাকা পানির পাত্রে মুখ দেয় একটি কুকুর। পরে বাড়িতে মলমূত্র ত্যাগ করে কুকুরটি। এতে ক্ষিপ্ত হয়ে পাউরুটির সঙ্গে বিষ মিশিয়ে এলাকার ১৪টি কুকুর হত্যা করেন তিনি। মারা যাওয়া কুকুরগুলোর মধ্যে কিছু মা কুকুর ও বাচ্চা রয়েছে। মারা গেছে একটি বিড়ালও।

একই এলাকার বাসিন্দা ওয়ালিউল্লা বলেন, বিষ মেশানো ওই পাউরুটি খেয়ে হাঁস-মুরগিও মারা গেছে। প্রাণী হত্যা মহাপাপ ও জঘন্যতম অপরাধ। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

বিষয়টি স্বীকার করে আব্বাস আলী বলেন, কুকুরগুলো খুব বিরক্ত করতো। আমার ছেলে ও আমাকে কামড়ও দিয়েছে। তাই বিষ দিয়ে কুকুরগুলো মেরে ফেলেছি।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তসাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সালাউদ্দীন কাজল/এসজে/জিকেএস