ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সকালেই তালা কেটে মোবাইলের দোকানে চুরি

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৩ মার্চ ২০২২

শরীয়তপুর গোসাইরহাট পৌরসভার দাসের জঙ্গল বাজারে একটি মোবাইল ফোন বিক্রির দোকানে চুরির ঘটনা ঘটেছে। ওই দোকানে থাকা ৪ লাখ টাকা দামের ৪০টি মোবাইল ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় চোররা। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, গোসাইরহাট পৌরসভার দাসের জঙ্গল বাজারে কাজী আমির ফয়সালের (মহিউদ্দীন টেলিকম) মোবাইল ফোন বিক্রির দোকান আছে। বুধবার সকালে চোরের একটি দল দোকানের উত্তর দিকের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা ব্যাগে ভরে ৪০টি মোবাইল ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ওই দোকানে থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে, সকাল ৭টা ৩০ মিনিটে চারজন যুবক দোকানের সামনে আসেন। পরে দোকানের উত্তর প্রান্তের গলিতে ঢোকেন চার যুবক। ওই চারজনের একজন শাটারের তালা কাটেন। সাটার খুলে দুজন ভেতরে প্রবেশ করেন। ব্যাগের মধ্যে দোকানে থাকা মোবাইল ফোনগুলো তুলে নেন। দুজন বাইরে পায়চারি করতে থাকেন। তারা দোকান থেকে বেরিয়ে বাজারের উত্তর প্রান্তের সড়ক ধরে হেঁটে চলে যান।

মোবাইল ফোন ব্যবসায়ী কাজী আমির ফয়সাল জাগো নিউজকে বলেন, সকাল ৯টার দিকে কর্মচারী দোকান খুলতে গেলে চুরির ঘটনা নজরে আসে। দিনের আলোতে এত বড় চুরির ঘটনা কীভাবে ঘটলো, আমি ভাবতেও পারছি না।

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজে চুরির সত্যতার প্রমাণ মিলেছে। তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে। চোরদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে চোর শনাক্ত করা হবে।

মো. ছগির হোসেন/এসজে/জেআইএম