মারাই গেলেন কসাই আজিজুল
ক্ষতিগ্রস্ত হয় ট্রাকও
দুই সহযোগীকে নিজের মোটরসাইকেলে করে বিরামপুর পৌর শহরে যাচ্ছিলেন কসাই আজিজুল ইসলাম (৫০)। পথে ঘোড়াঘাটের গুমটিতে দুই ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে অন্য সহযোগীরা সামান্য জখম হলেও আজিজুলের শরীরের নিচের অংশটি থেঁতলে যায়। অবশেষে মারা গেলেন তিনি।
শুক্রবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ঘোড়াঘাট রেল গুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল ইসলাম উপজেলার জোয়াল কামড়া গ্রামের মৃত মমতাজ হোসেনের ছেলে। তিনি পেশায় কসায়ের কাজ করতেন। আহতরা হলেন- আব্দুল কাবাজের ছেলে হায়দার আলী (৪৫),আব্দুল কাফির ছেলে আলমগীর হোসেন (৪০)।
রেলের গেটম্যান শামসুদ্দিন জানান, সকাল সাড়ে ৭টার দিকে পণ্যবোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জ থেকে বিরামপুর দিকে যাওয়ার পথে রেললাইনের কাছাকাছি এলাকায় অন্য আরেকটি ট্রাক অতিক্রমের চেষ্টা করে। এ সময় পাশে থাকা মোটরসাইকেলটি দুই ট্রাকের মাঝামাঝি পড়ে যায় তিনজন আহত হন। তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জাগো নিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরের পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল ইসলাম মারা যান। আহতরা সেখানেই চিকিৎসাধীন।
মো. মাহাবুর রহমান/এসজে/এএসএম