ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, শ্যালক-দুলাভাই নিহত

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ১১:২৫ পিএম, ০৫ মার্চ ২০২২

যশোরের শার্শা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মুদি ব্যবসায়ী মহিন (৩৬) ও একই গ্রামের মৃত রমজানের ছেলে রাজমিস্ত্রি আশরাফুল (৪২)। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিন ও আরশাফুল নাভারন বাজার থেকে মুদি মালামাল কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় শ্যামলাগাছি পৌঁছালে শার্শা থেকে নাভারনগামী একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাভারন হাইওয়ে পুলিশ দু‘জনের মরদেহ উদ্ধার করে।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দু‘জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে মোটরসাইকেল দু‘টি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে আলাপ করে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মো. জামাল হোসেন/এমআরআর