ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিয়ের অনুষ্ঠান করতে পাহাড় কেটে জায়গা করছেন সাবেক ভাইস চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৩:৩৯ এএম, ০৬ মার্চ ২০২২

পাহাড়ের কান্না শোনার যেন কেউ নেই! নির্বিচারে চলছে পাহাড় কাটা। সেরকম আরও একটি ঘটনা চোখে পড়লো বান্দরবান সদর উপজেলায়।

মেয়ের বিয়েতে আগত অতিথিদের যাতায়াতের জন্য পাহাড় কেটে জায়গা সমান করছেন বান্দরবান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‌্যান জামাল চৌধুরী।

শনিবার (৫ মার্চ) সদর থানার বালাঘাটা ৪নং ওয়ার্ডের লেমুঝিরি এলাকায় গিয়ে এমন দৃশ্য চোখে পড়লো। এসময় এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে করে পরিবহন করতে দেখা যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জায়গাটি বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‌্যান জামাল চৌধুরীর। তিনি কয়েকদিন পরপরই পাহাড় কাটেন। ইতোমধ্যে গত কয়েক বছরে তিনি তার কয়েক একর জায়গা সমতল ভূমিতে পরিণত করেছেন।

jagonews24

স্থানীয়দের অভিযোগ, এই জায়গা থেকে কয়েকশ ট্রাক মাটি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় দিন দিন পাহাড় কাটতে উৎসাহিত হচ্ছেন জামাল চৌধুরী। পাহাড় কাটার ঘটনায় তারা জামালের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাবেক ভাইস চেয়ারম্যান জামাল চৌধুরী বলেন, মেয়ের বিয়ের অনুষ্ঠান করতে পাহাড় কেটে জায়গা সমতল করা হচ্ছে। বান্দরবানে কর্মরত সব শীর্ষ কর্মকর্তাসহ অনেককে দাওয়াত দেবেন তিনি। তাই যাতায়াতের জন্য জায়গা সমান করা হচ্ছে। এখন আর কাটা হচ্ছে না। এক্সকাভেটর ও ট্রাক বের করে দেওয়া হয়েছে।

জানতে চাইলে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুস সালাম বলেন, জামাল চৌধুরীর নামে মৌখিক অনেক অভিযোগ পেয়েছি। সাক্ষীর অভাবে মামলা দিতে পারছি না। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবো।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা বলেন, বালাঘাটা লেমুঝিরি এলাকায় পাহাড় কেটে সমতল ভূমিতে রূপান্তরের বিষয়টি সম্পর্কে জানি না। তবুও বিষয়টি দেখছি।

নয়ন চক্রবর্তী/এমআরআর