ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৬ মার্চ ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় ইব্রাহীম আহমেদ ওরফে শাহীন (৩০) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের কান্দিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, ছাত্রদলের সমাবেশ সফল করতে শহরের কান্দিপাড়ায় লোক জড়ো করার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জাগো নিউজকে বলেন, ইব্রাহীম আহমেদ ওরফে শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস