ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে বাস কাউন্টারে হামলার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৬ মার্চ ২০২২

নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় বাস কাউন্টারে হামলার অভিযোগ উঠেছে রেজওয়ান মোল্লা নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ সময় কাউন্টার ম্যানেজারের ছোট ভাই রাজিব বিশ্বাসকে (২৩) লাঠিপেটা করা হয়েছে। ভাঙচুর করা হয় কাউন্টারের কাঁচ।

এ ঘটনায় শনিবার (৫ মার্চ) রাত ১০টার দিকে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঈগল কাউন্টারের ম্যানেজার রাসেল। অভিযুক্ত রেজওয়ান মোল্লা নড়াইল পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আহত রাজিব অভিযোগ করে বলেন, ‘শনিবার রাত পৌনে ৮টার দিকে ছাত্রলীগ নেতা রেজওয়ান মোল্লার নেতৃত্বে একটি গ্রুপ ঈগল কাউন্টারের সামনে এসে প্রথমে আমাকে লাঠিপেটা করে। পরে কাউন্টারে হামলা চালিয়ে টেবিলের কাঁচ ভাঙচুর করা হয়।

কাউন্টারের ম্যানেজার রাসেল জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। এ ঘটনায় বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৩ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

হামলার অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ান মোল্যা বলেন, আপনারা আশপাশের সিসিটিভির ফুটেজ দেখেন আমি ভাংচুর করেছি কিনা। এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ জাগো নিউজকে বলেন, ‘অভিযোগের বিষয়টি শুনেছি। এ ধরনের কোনো প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুর রহমান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজুল নিলু/এসজে/জেআইএম