ভিসার মেয়াদ শেষ হওয়ায় যাওয়া হয়নি প্রবাসে, জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ান্দ ইউনিয়নের খারকোট গ্রামের মোতালেব সরকারের ছেলে সাহাবুদ্দিন (৩৬)। সংসারে সচ্ছলতা আনতে ২০০৮ সালে চাকরি করতে যান সৌদি আরব। মাঝে মধ্যে ছুটি নিয়ে দেশে আসতেন। ধীরে ধীরে পরিবারে সচ্ছলতা আসে।
২০১৬ সালে বিয়ে করে যৌথপরিবার থেকে আলাদা হয়ে পৃথক সংসারজীবন শুরু করেন সাহাবুদ্দিন। ২০১৭ সালের শুরুর দিকে এক ছেলেসন্তানের বাবা হন। নিজ সন্তানকে সুশিক্ষিত এবং প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানকে স্থানীয় একটি কিন্ডারগার্ডেনে ভর্তি করান।
গতবছর করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ করে, তখন দেশে ফিরে আসেন সাহাবুদ্দিন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর সৌদি আরবে ফেরা হয়নি। ভাবতে থাকেন দেশে কিছু একটা করতে হবে।
সীমান্তবর্তী গ্রামে বাড়ি হওয়ায় এ সুবিধাকে কাজে লাগানোর চিন্তা করেন। সীমান্তের ওপার থেকে কম দামে গাঁজা কিনে এনে ঢাকা বা বাইরের পার্টির কাছে দ্বিগুণ বা তিনগুণ লাভে বিক্রি করে দ্রুত অর্থ উপার্জনের চিন্তা করেন। তার এক বাল্যবন্ধু এ কুপরামর্শ দেন।
তবে অবৈধ পথে আর টাকা উপার্জন করতে পারেননি। রোববার (৬ মার্চ) বিকেলের দিকে সীমান্তের ওপার থেকে আনা ১০ কেজি গাঁজা অটোরিকশায় করে পাচারের চেষ্টাকালে নিজ বাড়ির সামনে পুলিশের হাতে গ্রেফতার হন সাহাবুদ্দিন। এসময় তার সহযোগী অটোরিকশা চালককেও গ্রেফতার করে পুলিশ।
সোমবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ভুল পথে পা বাড়ানোর জন্য এখন অনুতপ্ত সাহাবুদ্দিন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম