ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিলুপ্তপ্রায় শাপলাপাতা মাছসহ ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৮ মার্চ ২০২২

বঙ্গোপসাগরসহ সুন্দরবনে শিকার নিষিদ্ধ বিলুপ্তপ্রায় চারটি শাপলাপাতা মাছসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে বাগেরহাটের পূর্ব সুন্দরবন এলাকার প্রধান মৎস্য অবতরণ কেন্দ্রের কেবি ফিশারিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ব্যবসায়ীর নাম জাফর সরদার (৪৫)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল গ্রামের আজহার আলী সরদারের ছেলে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, খুলনার কেসিসি রূপসা পাইকারি মৎস্য বাজারের মেসার্স আমিনিয়া ও আজমীর ফিশ ট্রেডার্স থেকে ৩৮ হাজার ৬৬০ টাকায় মাছগুলো কিনে বাগেরহাটে নিয়ে আসেন জাফর সাদেক। একটি ইজিবাইকে মাছগুলো গোপনে বিক্রি করতে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, বঙ্গোপসাগরসহ সুন্দরবনের লবণাক্ত পানিতে বিচরণ করা শাপলাপাতা মাছ বিলুপ্তপ্রায় প্রজাতির। সে কারণে এ প্রজাতির মাছ শিকার, মজুত ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, ওই মাছ ব্যবসায়ীর কাছে ক্রয় রশিদ থাকায় মেসার্স আমিনিয়ার মালিক হাজি মো. মাহবুব মোড়ল ও আজমীর ফিশ ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম ভুইয়াকে আসামি করে মামলা করা হয়েছে। বিকেলে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরএইচ/এএসএম