ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১০ মার্চ ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আব্দুর রউফ রব (৪০) ও মানকিয়া গ্রামের আব্দুর রহিম (৩৫)।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার বলেন, অস্ত্র বেচাকেনার গোপন খবরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমানের নেতৃত্বে একটি দল বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর নতুনপাড়া বাজারের পাশে অভিযান চালায়। এসময় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার আব্দুর রউফের বিরুদ্ধে ইতোমধ্যে নয়টি মামলা আদালতে বিচারাধীন। আজকের এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এমআরআর/জেআইএম