ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুইমাস ধরে অফিস করেন না পরিবার পরিকল্পনা কর্মকর্তা

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১০ মার্চ ২০২২

হবিগঞ্জে হত্যা মামলায় দুইমাস ধরে পলাতক আজমিরীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদাল মিয়া চৌধুরী। তিনি কর্মস্থল থেকে বারবার ছুটি নিচ্ছেন। সরকারি চাকরি বিধিমালার সব ছুটি নিয়ে তিনি এখন অসুস্থতাজনিত ছুটি নিয়েছেন। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এ বিভাগের কার্যক্রম। এ অবস্থায় কর্মস্থলে অনুপস্থিতির জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মীর সাজেদুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আবদাল মিয়া চৌধুরীর বিরুদ্ধে মামলা আছে কি-না সেটি আমার জানার কথা নয়, আদালত যদি না জানায়। তবে আমি দেখলাম তিনি বারবারই ছুটি নিচ্ছেন। এ অবস্থায় দাপ্তরিক কাজে সমস্যা হচ্ছিল। তাই তাকে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। তিনি জবাবে উল্লেখ করেছেন, অসুস্থতাজনিত কারণে ছুটিতে আছেন।’

তিনি আরও বলেন, ‘তিনি (আবদাল মিয়া চৌধুরী) সিএল (নৈমিত্তিক ছুটি) বছরে ২০ দিন নিতে পারেন। তাও একবারে নয়। আবার ডিএল (অর্জিত ছুটি) নিতে পারেন। তিনি সবগুলো প্রক্রিয়া শেষ করে এখন অসুস্থতাজনিত ছুটি নিয়েছেন।’

এ বিষয়ে বক্তব্য জানতে আজমিরীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদাল মিয়া চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গত ৯ জানুয়ারি রাতে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ফান্দ্রাইল পাঁচ পীরের মাজারে বার্ষিক ওরস উপলক্ষে মেলা ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১২টার দিকে গানের অনুষ্ঠান চলাকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ফান্দ্রাইল গ্রামের জালাল মিয়া চৌধুরীর ছেলে বিআরটিসি গাড়ির চালক আফজাল চৌধুরীকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। এতে গুরুতর আহত হলে আফজালকে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ১২ জানুয়ারি সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন নিহত আফজাল চৌধুরীর ভাই তাউস মিয়া। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

এজাহারনামীয় আসামিদের মধ্যে আজমিরীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদাল মিয়া চৌধুরী অন্যতম। মামলা পর থেকেই তিনি পলাতক।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জাগো নিউজকে বলেন, ‘এ মামলায় গ্রেফতার হন দুজন। আদালতে হাজির হয়ে কারাগারে যান আরও ১১ জন। এর মধ্যে ১০ জন পরে আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়েছেন। বাকি তিনজন কারাগারে আছেন। এ মামলায় আজমিরীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদাল মিয়া চৌধুরীসহ অন্য আসামিরা এখনো পলাতক।’

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস