ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলা শুরু

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৮:০০ পিএম, ১০ মার্চ ২০২২

পিরোজপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও পুনাক শিল্প পণ্য মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

মেলায় পিরোজপুর ও আশেপাশের বিভিন্ন জেলার পণ্য, খাবার, পোশাক, প্রসাধনী, সিরামিকসহ বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাবে। মেলায় ৬০ টি স্টল রয়েছে।

মো. ওমর হাসান/আরএইচ/জিকেএস