নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
নোয়াখালীর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় সুধারাম মডেল থানা এলাকার জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, ৪নং কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন (১৮), ৫নং বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মো. আসিফ (১৭) ও ২নং দাদপুরি ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. ইমন (১৪)।
তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার ছুরি ও একটি লোহার তৈরি কাটার জব্দ করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. শামীমুল এহসান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
এসপি আরও জানান, গ্রেফতাররা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। ধারণা করা হচ্ছে, তারা কিশোর গ্যাং পরিচালানার জন্য সেখানে জড়ো হয়েছিল। এ ব্যাপারে সুধারাম থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইকবাল হোসেন মজনু/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি